বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের ব্যানারে বুধবার (২৯ মার্চ) সকাল থেকে হকররা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এ সময় অবরোধ কর্মসূচি থেকে হকার নেতারা বলেন, অবৈধভাবে হকার উচ্ছেদ কর্মসূচি বন্ধসহ পূর্নবাসনের ঘোষণা না দিলে আমরা রাস্তা ছাড়বো না।
মেয়র সাঈদ খোকনকে ‘বিশ্ব ক্রিমিনাল’ উল্লেখ করে হকার নেতারা বলেন, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। আর এখন আপনি আমাদের উচ্ছেদের পাঁয়তারা করছেন। আপনি ‘ক্রিমিনালের’ মতো আচরণ করছেন।
এ সময় তারা মেয়রকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের আর ক্ষিপ্ত করবেন না। আমাদের দাবি মেনে নিন। না হলে আন্দোলন করে শুধু আপনাকেই নয় সরকারকেও আমরা বেকাদায় ফেলে দেবো।
অবরোধ কর্মসূচিতে সভাপতিত্বে করছেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন।
এদিকে হকারদের অবরোধ কর্মসূচিতে যেন আইন-শৃঙ্খলা অবনতি না হয় সেই লক্ষ্যে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে রায়টকার ও জলকামানের গাড়িও সতর্ক অবস্থায় তৈরি রেখেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২৯,২০১৭
এমএ/জেডএস