বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলার বাসিন্দা হাসান শাহ (২৩), গিয়াস উদ্দিন (২১), হযরত আলী (২১), আবুল কাশেম (৫০), শাহাবুদ্দিন মোল্লা (২৫), লোকমান আকন (৩৭), সোহাগ (১৯), কালু মাঝি (২৩), বাগেরহাটের আল আমিন মল্লিক (২৮), বাহাউদ্দিন শেখ (৩৫) ও টুঙ্গিবাড়িয়ার বেল্লাল শেখ (৩০)।
![বরিশালে জব্দকৃত বাগদার রেনুর গাড়ি-ছবি: বাংলানিউজকে](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Barisal-Inner20170329132359.jpg)
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের জরিমানা ও আনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
দুপুরে জব্দ করা রেনু নদীতে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএস/এএটি/এএ