দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশাল সদর উপজেলার বাসিন্দা মো. রাজু (৪৩), মো. উজ্জল (২৮) ও মিজানুর (৩২)।
বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিষয়টি জানান উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. নাজমুল হুসেইন খান।
তিনি জানান, ২৮ মার্চ (মঙ্গলবার) দিনগত রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ওই তিনজনকে আটক করা হয়। তারা চারটি ড্রেজিং মেশিনের মালিক।
পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) এবং ১১ ধারা অনুযায়ী তদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানান নাজমুল হুসেইন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমএস/জিপি/এএ