এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার (২৯ মার্চ) বেলা ১১টায় মোশারফ হোসেন ও আব্দুল আজিজ নামের এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
বনফুল ইসলামপুর রোড শাখার সহকারী ম্যানেজার মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রবেশ দ্বারের সাটার ও তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে।
এ খবর শুনে ইসলামপুর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজসহ সদর থানা পুলিশ দোকান পরিদর্শন করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য দুই নৈশ প্রহরীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমআরএম/এএ