বুধবার (২৯ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবণী চাকমা এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস ছাত্তার (৩৫), মো. রুবেল (২৩), রিপন (৩০), মো. ফরিদ (৩৮)।
স্বরূপকাঠী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হারুন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে কাউখালীর বিজয়নগর এলাকার সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়। এসময় চার হাজার মিটার বেশ জাল ও কারেন্ট জালসহ ওই চার জেলেকে আটক করা হয়। পরে সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।
ইউএনও লাবনী চাকমা ও মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার উপস্থিতিতে উপজেলা পরিষদের মাঠ সংলগ্ন জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরবি/