ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডিমলায় ইয়াবাসহ সিএনজি চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ডিমলায় ইয়াবাসহ সিএনজি চালক আটক

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় ১০ পিস ইয়াবাসহ সিএনজি চালক রফিকুল ইসলামকে (২৯) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে উপজেলার দোহলপাড়া গ্রামের পাগলপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (২৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রফিকুল উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের রহমানগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পাগলপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১০ পিস ইয়াবাসহ রফিকুলকে আটক করা হয়।

এ ঘটনায় আটক রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।