আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় বক্তব্য দেবেন। উদ্বোধন ও ভিস্তিপ্রস্তর স্থাপন করবেন মোট ৩২টি উন্নয়ন কাজের।
বুধবার (২৯ মার্চ) দুপুর পৌনে দুইটায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়েছে।
সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা।
বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের পর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা জনসভায় বক্তব্য রাখছেন।
জনসভায় যোগ দিতে ফরিদপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুরবাড়ি সদর উপজেলার বদরপুরের আফসানা মঞ্জিলে অবস্থান করছেন। মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম শেষে বিকেল চারটার দিকে জনসভা মঞ্চে যাবেন তিনি। জনসভা মাঠ থেকে ১ হাজার ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪২৫ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সকাল থেকেই ফরিদপুরসহ আশপাশের জেলাগুলো থেকে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেন। বেলা ১টার মধ্যেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজেন্দ্র কলেজের আশপাশের রাস্তাগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন।
বিভিন্ন এলাকা থেকে এখনো শত শত নেতাকর্মী জনসভা স্থলের দিকে মিছিল নিয়ে ছুটছেন।
ঢাক-ঢোল, মিছিল-স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ফরিদপুর।
** পুতুলের ফরিদপুরের বাড়িতে প্রধানমন্ত্রী
** ফরিদপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমইউএম/আরকেবি/এএসআর