ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ছেলেকে কুপিয়ে হত্যা করলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
টাঙ্গাইলে ছেলেকে কুপিয়ে হত্যা করলেন মা

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর এলাকায় ছেলে হজরত আলীকে (২৪) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন হালেমা বেগম (৪৮) নামে এক নারী।

বুধবার (২৯ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া বাংলানিউজকে জানান, ভোরে নেশা করে মাতাল অবস্থায় তার মাকে ধর্ষণের চেষ্টা করেন হজরত। এসময় মা হালেমা বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ সকালে ১১টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মা হালেমা বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।