বুধবার (২৯ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূইয়া বাংলানিউজকে জানান, ভোরে নেশা করে মাতাল অবস্থায় তার মাকে ধর্ষণের চেষ্টা করেন হজরত। এসময় মা হালেমা বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ সকালে ১১টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মা হালেমা বেগম স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও ওসি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
আরএ