বুধবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মন্ত্রী।
দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি)।
মন্ত্রী আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে তাদের সম্পৃক্ত রেখে পরিকল্পনা করতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্ম্পকে তাদের স্পষ্ট ধারণা দেওয়ার কৌশল বের করতে হবে।
দুর্যোগভিত্তিক আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, জাপান ও যুক্তরাষ্ট্রের মতো দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল ঠিক করতে হবে।
কর্মশালায় বক্তব্যে মাকিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘বাংলাদেশ দুর্যোগের ভয়াবহ ঝুঁকির মুখে থাকা একটি দেশ। যুক্তরাষ্ট্র সেসব দুর্যোগের মুখোমুখি বাংলাদেশও একই রকম অবস্থার মধ্যে রয়েছে। তবে বাংলাদেশকে তার কৌশলগত দিক দিয়ে আরও সচেতন হবে। ’
কর্মশালায় আরও বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসএ/জেডএস