বন্ধ করে দেওয়া হয়েছে পাশে থাকা ক্লিনিকটি।
এর প্রভাব পড়ছে বাড়িটির আশপাশের এলাকায়।
ক্লিনিকটি সাময়িক বন্ধ করে দেওয়া হচ্ছে বলে বাংলানিউজকে জানান ক্লিনিক ব্যবস্থাপক মাহমুদুর রহমান।
তিনি বলেন, নিরাপত্তাহীনতার কারণে ক্লিনিক বন্ধ করে দিচ্ছি। রোগী এলেও ভর্তি নিচ্ছি না। রোগী নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া সেনু বেগম বাংলানিউজকে বলেন, আমরা আতঙ্কিত। এখানে থাকা নিরাপদ বোধ করছি না। তাই রোগী নিয়ে চলে যাচ্ছি।
হাসপাতালের প্যারামেডিক খাদিজা বেগম বলেন, নিরাপত্তার অভাবে চিকিৎসকরা আসতে পারছেন না। তাই স্টাফরা রোগীদের বিদায় দিয়ে চলে যাবো।
বুধবার (২৯ মার্চ) ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে দু'টি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। বাড়ি দু’টি লন্ডনপ্রবাসী সাইফুল ইসলামের। বাড়ির মালিকের অবর্তমানে তত্ত্বাবধায়ক বাড়িটি ভাড়া দিয়েছিলেন।
আরও পড়ুন
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরএম/এনইউ/এএ