বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওসির আত্মহত্যার খবর পাওয়ার পরপরই ডিআইজি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিলটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এর আগে বুধবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে থানা প্রাঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসান।
পরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি নাটোরের বড়াইগ্রামের কদমতলা এলাকার হযরত আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএস
** বগুড়ায় গাবতলী থানার ওসির আত্মহত্যা