বুধবার (২৯ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার রায়টুটী ইউনিয়নের রায়টুটী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এছাড়া উপস্থিত ছিলেন- রায়টুটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভূইয়া, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছাদেকুল খান মিল্কী, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, রায়টুটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানোয়ার হোসেন খান মিল্কী, রায়টুটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাদিস উদ্দিন ভূইয়াসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এনটি