ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট চলছে

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জায়া সেনগুপ্তা (নৌকা) প্রতীকে এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব রেজু (সিংহ) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

এদিকে, সকাল থেকে বৃষ্টির কারণে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারছেন না। এই আসনে দুই লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার ১১০টি কেন্দ্রে ভোট দেবেন বিকেল ৪টা পর্যন্ত।

৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর এ আসনের উপ-নির্বাচন ঘোষণা করা হয়।

রিটার্নিং অফিসার এজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৮টা পর্যন্ত চলবে। আশা করছি সকলের সহযোগিতায় সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।