ছবি: সংগৃহিত
বরিশাল: বরিশালের হিজলা উপজেলার মেঘনায় ঢাকাগামী একটি লঞ্চে অভিযান চালিয়ে ১২ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে জব্দ জাটকা দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব।
তিনি জানান, বুধবার (২৯ মার্চ) রাতে ভোলা থেকে ঢাকাগামী আওলাদ-৭ নামে একটি লঞ্চে অভিযান চালিয়ে ১২ মণ জাটকা জব্দ করে নৌ-পুলিশ।
পরে জব্দ জাটকা সকালে হিজলা প্রশাসনের উপস্থিতিতে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএস/এএটি/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।