তবে আকাশের গোমড়া মুখে কোনো হাসি নেই। বৃষ্টির ব্যাপকতা কমলেও ঝিরিঝিরি পতন অব্যাহত রয়েছে।
এদিকে ফতেপুরের নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষ হলেই বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু হবে। বর্তমানে আস্তানাটি ঘিরে রেখেছেন পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা। নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানা দুটির মধ্যকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় পুলিশের সোয়াট (স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিস) টিমের সদস্যদের অভিযান শুরু হয়। রাতে অভিযান পরিচালনার পর সকাল পর্যন্ত তা স্থগিত করা হলেও বৃহস্পতিবার সকাল দশটায় ফের অভিযান শুরু করে সোয়াট টিমের সদস্যরা।
তবে পুলিশ সূত্র জানিয়েছে রাতের অভিযানেই নিষ্ক্রিয় করা হয় বাগানবাড়ির আস্তানা নেয়া জঙ্গিদের। তবে ভেতরে আরও তল্লাশির জন্য সকাল থেকে কাজ শুরু করেছে সোয়াট। এখানে অভিযান শেষ করেই বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু করবে তারা।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরআই
আরও পড়ুন
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
**নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
**নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট