সোয়া আটটার দিকে বৃষ্টি কিছুটা কমলেও অাকাশ এখনও পরিষ্কার হয়নি। এদিকে সকালে মৌলভীবাজার-সিলেট মহাসড়কের কনকপুর এলাকায় ঝড়ে একটি বড় গাছ রাস্তার ওপর ভেঙ্গে পড়ে।
বিকল্প পথটিও সরু হওয়ায় গাড়ি ঢুকতে পারছে না সেখান দিয়ে। এতে বিলম্বিত হয় নাসিরপুরে সোয়াট টিমের অভিযান। রাস্তা থেকে গাছ সরিয়ে নেয়ার পর বেলা দশটার দিকে নাসিরপুরে পৌঁছাতে সমর্থ হয় সোয়াট বাহিনী।
এদিকে আতঙ্ক আর উৎকন্ঠায় এই গ্রামে আজকের সকালটা স্বভাবতই একটু ভিন্ন। জঙ্গি আস্তানার আশপাশ ও পুরো গ্রাম যেন নিস্তব্ধ। মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর দু-একটা গাড়ির সাইরেনের আওয়াজ আর গৃহস্থালির মোরগ গুলোর কুক্কুরুক্কুর ডাক ছাড়া আর যেন কোনো শব্দ নেই।
জঙ্গি আস্তানার পাশেই মূল সড়কে দাঁড়িয়ে আছে র্যাব-পুলিশ-সোয়াট টিমের কয়েকটি গাড়ি, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। সকাল দশটায় সোয়াট টিম নাসিরপুরে পৌঁছে ফের অভিযান শুরু করে।
এদিকে সকাল থেকেই সংবাদকর্মীরা এসে জড়ো হচ্ছেন ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে। গ্রামের উচু স্থানগুলো ব্যতীত সবজায়গায় বৃষ্টির পানি জমেছে। টুপটাপ বৃষ্টি ঝরছে এখনো, তাই চলাচল একটু কষ্টসাধ্য।
পুলিশ সূত্র জানিয়েছে নাসিরপুরে মূল অপারেশন শেষ, এখন রি-চেক চলছে। তবে ঝড় বৃষ্টির কারণে একটু বিলম্বিত হচ্ছে অভিযান।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এমএন/আরআই
আরও পড়ুন
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
**নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
**নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট