ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত সাবেক ইউপি সদস্য ছবেদ আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ওইদিন বিকেলে উপজেলার বাঁশের হাট এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত ছবেদ আলী সদর উপজেলার নয় নম্বর আস্করপুর ইউনিয়নের সাবেক সদস্য ও তাজপুর নয়াহাট এলাকার মৃত তকিব উল্লাহ সরকার কান্দুরা মেম্বারের ছেলে।

 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, সাবেক ইউপি সদস্য ছবেদ আলীর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।