ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পলাতক জেএমবি সদস্য ল্যাংড়া আমজাদ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
পলাতক জেএমবি সদস্য ল্যাংড়া আমজাদ আটক জেএমবি সদস্য ল্যাংড়া আমজাদ আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পলাতক জেএমবি সদস্য আমজাদ হোসেন ওরফে ল্যাংড়া আমজাদকে (৩৪) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আমজাদ একই উপজেলার দহকুলা পূর্বপাড়া এলাকার আনসার আলী ওরফে মধু হাজীর ছেলে।

তিনি জেএমবির তামিম-সরোয়ার গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-১২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাব উদ্দিন খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমজাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উল্লাপাড়ায় জঙ্গি কার্যক্রম সংগঠিত করার অভিযোগে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।