বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আমজাদ একই উপজেলার দহকুলা পূর্বপাড়া এলাকার আনসার আলী ওরফে মধু হাজীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব-১২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি শাহাব উদ্দিন খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমজাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উল্লাপাড়ায় জঙ্গি কার্যক্রম সংগঠিত করার অভিযোগে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ