হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে পিলার ধসে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ইটাখলার অদূরে ৫৫ নং ব্রিজটি অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বুধবার রাতভর প্রচণ্ড বৃষ্টির কারণে ব্রিজের গোড়া থেকে মাটি সরে গেছে।
সেইসঙ্গে একটি পিলার ধসে পড়ে। ফলে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার কাছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেই বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।