বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আসকের সাবেক কর্মীরা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে আসকের সাবেক আইন বিষয়ক কর্মী অ্যাডভোকেট নাহিদ শামস বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর আসকের ১০৮ জন কর্মীকে একযোগে ছাঁটাই করা হয়েছে।
তিনি আরও বলেন, কর্মী ছাঁটাইয়ের পর ২৯ ডিসেম্বর ৬০ জন কর্মীকে নতুন করে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগে আসকের মানবসম্পদ ও ম্যানুয়ালের কোনো বিধান পরিপালন করা হয়নি। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সংগঠনটি। যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই না করে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এ অবস্থায় আসকের এ অস্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগ, ছাঁটাই ও অব্যবস্থাপনা অবসানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এএম/এএ