মুন্সীগঞ্জে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময়
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সার্কিট হাউজে জেলা প্রশাসন, সনাক ও দুদকের যৌথ আয়াজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ ছাড়াও বক্তব্য রাখেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, দুর্নীতি দমন কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাছির, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, সনাক সদস্য শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।