ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

অনলাইনের দাপটে বন্ধ বিমানের ৭ অফলাইন স্টেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
অনলাইনের দাপটে বন্ধ বিমানের ৭ অফলাইন স্টেশন

ঢাকা: বিশ্বের বিভিন্ন স্থানের সাত অফলাইন স্টেশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিমান। বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো হলো- যুক্তরাজ্যের ম্যানচেস্টার, যুক্তরাজ্যের নিউইয়র্ক, ইতালির রোম, এশিয়ার হংকং, বাহরাইন, ভারতের দিল্লি ও কানাডার টরন্টো।

এসব গন্তব্যে এক সময় সরাসরি বিমানের ফ্লাইট পরিচালিত হলেও লোকসানের কারণে বিভিন্ন সময় সেগুলো বন্ধ হয়ে যায়। রাখা হয় কেবল অফলাইন স্টেশন।

এসব স্থানে অবস্থানরত যাত্রীরা এসব অফলাইন স্টেশনের মাধ্যমেই বিমানের যাতায়াতের জন্য টিকেট ক্রয় ও ফ্লাইট সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেন।

কিন্তু বর্তমানে অনলাইনে যে কোনো যাত্রী বিশ্বের যে কোনো জায়গা থেকে টিকেট ক্রয় করতে পারছেন। পাশাপাশি অনলাইনেই ফ্লাইট চলাচলের সব তথ্য পাওয়া যায়। তাই অফলাইন স্টেশনগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছিলো। আর এসব অফলাইন অফিসে থাকা কর্মীদের খরচ গুণতে হচ্ছিলো প্রতিমাসে। সব দিক বিবেচনা করে অফলাইন অফিসগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

অন্যদিকে এসব অফলাইন স্টেশনে থাকা স্থায়ী কর্মকর্তাদের বিমানের অন্যান্য অফিসে বদলি করে দেয়া হয়েছে বলে জানিয়ে শাকিল মেরাজ বাংলানিউজকে বলেন, যেসব কাজ পরিচালনার জন্য অফলাইন অফিসগুলো রাখা হয়েছিলো সেসব কাজ এখন অনলাইনেই হচ্ছে। তাই অফলাইন সাতটি স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। এসব অফলাইন স্টেশনে যারা চুক্তিভিত্তিক কাজ করতেন তাদের সময়ও শেষ হয়ে গিয়েছিলো। তাদের পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে। আর স্থায়ী কর্মকর্তাদের বিমানের অন্যান্য অফিসে বদলি করা হয়েছে।

এ প্রসঙ্গে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বাংলানিউজকে বলেন, বিমানের এ ধরনের কার্যক্রম সংস্থাটির জন্য ইতিবাচকই বটে।  

বর্তমানে অভ্যন্তরীণ ছাড়াও আন্তর্জাতিক ১৫ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ইউএম/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।