ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

১০ মিনিটেই ফরমালিন মুক্ত করবে কার্বন গ্রিন

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
১০ মিনিটেই ফরমালিন মুক্ত করবে কার্বন গ্রিন ব্যাংকক হসপিটাল নিয়ে এলো কার্বন গ্রিন, ছবি: ডিএইচ বাদল

হোটেল সোনারগাঁও থেকে: বর্তমানে ভেজালের ভিড়ে আসল খুঁজে পাওয়া দায়। ভেজাল খাবারই যেহেতু খেতে হবে, তাই বিষাক্ত ফরমালিন ধ্বংস করতে ‘লাইফ অ্যান্ড হেলথ’ নিয়ে এলো কার্বন গ্রিন।

লাইফ অ্যান্ড হেলথ ঢাকা ট্রাভেল মার্টে নিয়ে এসেছে অতি প্রয়োজনীয় এই ফরমালিন ধ্বংসকারী পাউডার। যা ফল-মূল, শাক-সবজি এবং মাছের গায়ে লেগে থাকা কীটনাশক, ফরমালিন ও বিষাক্ত রাসায়নিক দূর করবে মুহুর্তেই।


 
শাক-সবজি, মাছ ফরমালিন মুক্ত করতে প্রতি ১০ লিটার পানিতে ৮ গ্রাম কার্বনগ্রিন মিশিয়ে রেখে দিন ১০ মিনিট। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এরপর রান্না করুন নিরাপদ খাবার। শতভাগ ফরমালিন মুক্তির গ্যারান্টি দিচ্ছে কার্বন গ্রিন।
 
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্টে মানব স্বাস্থ্যে অতি প্রয়োজনীয় এই উপ‍াদান নিয়ে এসেছে ব্যাংকক হসপিটাল বাংলাদেশ অফিসের অঙ্গ প্রতিষ্ঠান লাইফ অ্যান্ড হেলথ। এছাড়াও লাইফ অ্যান্ড হেলথ রোগীদের জন্য প্যাকেজে ছাড় দিচ্ছে।
 
মূলত বিষমুক্ত খাবারের নিশ্চয়তা দিতেই এবং এর প্রচার প্রসারে এবারে ট্রাভেল মার্টে বিশেষ এই আয়োজন করছে লাইফ অ্যান্ড হেলথ।
ব্যাংকক হসপিটাল নিয়ে এলো কার্বন গ্রিন, ছবি: ডিএইচ বাদল  
সোনারগাঁও ট্রাভেল মার্টে ব্যাংকক হসপিটালের স্টলে কথা হয় প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার আইভি ট্রিপল্যান্ডের সঙ্গে। তিনি জানান, আমরা মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবার ভিন্ন কিছু নিয়ে আসার চেষ্টা করেছি। যেহেতু বাংলাদেশের বাজারে ফরমালিনের আধিক্য বেশি তাই চেষ্টা করছি কিভাবে সবাইকে ফরমালিন ও বিষমুক্ত খাবার খাওয়ানো যায়। সেই চেষ্টা থেকেই এবার কার্বন গ্রিন নিয়ে আসা।

তিনি বলেন, এখন থেকে স্বপ্নের প্রতিটি আউটলেটে কার্বন গ্রিন পাওয়া যাবে।  

কার্বন গ্রিনের দামও সস্তা। ৫টি ৮ গ্রামের প্যাকেট এক সঙ্গে বিক্রি করা হচ্ছে মাত্র ১২৫ টাকায়। থাইল্যান্ডের তৈরি এই কার্বন গ্রিনে নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়া। তাই নিরাপদেই কার্বন গ্রিন ব্যবহার করা যেতে পারে বলছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
 
ঢাকা ট্রাভেল মার্ট চলবে ১ এপ্রিল পর্যন্ত। সোনারগাঁও হোটেলের বলরুমে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য জনপ্রতি ৩০  টাকা। এছাড়া ১ এপ্রিল সন্ধ্যা  সাড়ে ৭টায় র্যাফেল ড্র এর ব্যবস্থা  রয়েছে।   র্যাফেল ড্র বিজয়ীদের দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন  পুরস্কার থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসএম/বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।