ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নওগাঁ: নওগাঁয় মাদক ব্যবসা করার দায়ে মোহাম্মদ ফানছু (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) নওগাঁর অতিরিক্তি দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেন। আসামির উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

সাজাপ্রাপ্ত ফানছু জেলার ধামইরহাট উপজেলার নামাআঙ্গরত গ্রামের ফয়েজ উদ্দিন মলের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ফানছুকে বিপুল পরিমাণ হিরোইনসহ আটক করে। পরে এ বিষয়ে ফানছুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি মোজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজার রহমান চৌধুরী এবং জয়নুল আবেদীন মিন্টু।
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।