বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সিংগাইরের মৃত ইয়াকুবের মেয়ে সালমা বেগমের সঙ্গে একই উপজেলার করিম গাজীর ছেলে লাল চাঁনের বিয়ে হয় ২০০৩ সালে।
এরপর ২০০৫ সালের ৪ ফেব্রয়ারি বেলা তিনটার দিকে যৌতুকের দাবিতে লাল চাঁন ও তার বাবা মুন্নাফ স্ত্রী সালমা বেগমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই হাসেম আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি এজাহার দায়ের করেন।
পরে থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ সরকার পেনাল কোডের ৩০২ ধারায় মামলা রুজু করে নিজেই মামলার তদন্ত ভার গ্রহণ করেন। মামলা নম্বর (২)০৫/০২/২০০৫। তদন্ত ও মামলার সাক্ষ্য প্রমাণে আসামি লাল চাঁন ও বাবা মুন্নাফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১১(ক)/৩০ এ ওই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে মামলা চলাকালে আসামি মোন্নাফ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ট্রাইব্যুনালে ১৮ জন জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম নুরুল হুদা রুবেল ও আসামিপক্ষে ছিলেন হেলাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জেডএস