বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- জেলার দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুর রাজ্জক (২২), কালিগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে মমিনুল ইসলাম (৩৫) ও পামুলী এলাকার অলিউদ্দিনের ছেলে নুর আলম (৪০)।
পঞ্চগড় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দেশব্যাপী নাশকতাকারীদের চলমান আটক অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যাক্তিরা জেএমবির তালিকাভুক্ত সদস্য। তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। আটকের পর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের পঞ্চগড় আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জেডএম/