নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এসব কথা বলেন।
সিইসি বলেন, কুসিক নির্বাচনের প্রতি সবার দৃষ্টি ছিল বেশি।
নুরুল হুদা বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে সবার আস্থা অর্জনে শতভাগ সফল হয়েছি। আমরা দাবি করি, এ নির্বাচনে আমরা সফল ও সার্থক হয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ফ্যাক্সযোগে অনেক অভিযোগ দিয়েছে। যার অধিকাংশই সঠিক নয়। ব্যাপক উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে দুটি জায়গার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় কুমিল্লার ভোটে ছিল সবার নজর। আমরাও নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নিয়েছি এবং সফলভাবে ভোটগ্রহণ শেষ করতে পেরেছি।
কেবল সরকারি সিটি কলেজ কেন্দ্র এবং চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রের পরিস্থিতি রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।
সিইসি দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, কাজের মাধ্যমে আমরা সকলের আস্থা অর্জন করবো। বিএনপিও বলেছিল, এই নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করলে ইসি জনগণের আস্থা অর্জন করতে পারবে। এটা তাদের জন্য অগ্নিপরীক্ষা। বাংলাদেশ আওয়ামী লীগও কুসিক নির্বাচনকে নতুন ইসির জন্য কঠিন পরীক্ষা বলে দাবি করেছে।
বিষয়গুলো সাংবাদিকরা সামনে আনলে সিইসি বলেন, আমরা আর পরীক্ষা দিতে চাই না। ছোটবেলা থেকে অনেক পরীক্ষা দিয়েছি। মানুষ ওয়ান-টুতে, স্কুল-কলেজে পরীক্ষা দেয়। এখন আর পরীক্ষার বিষয় নয়, কাজ করার সময়। আমরা নিষ্ঠা, সততার সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই এখন যদি পরীক্ষা নিতে চান আপনারা নেন।
নুরুল হুদা বলেন, নির্বাচনে কারো প্রভাব খাটানোর সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে যে দুটি কেন্দ্রে অনিয়মের অপচেষ্টা চলেছে তা বন্ধ করে দিয়েছি। এছাড়া যেসব জায়গায় গোলযোগের চেষ্টা করেছে তা মোকাবিলা করে তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটারদের অসহযোগিতা করেছে, ভোটদানে ক্ষমতাসীনদের সহযোগিতা করেছে- তদন্ত করে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে তাদের কঠোরভাবে দমন করা হয়েছে। আগামীতেও এমন সুষ্ঠু নির্বাচন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ইইউডি/আরআর/বিএস