বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নীলফামারী পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল এ তথ্য জানান।
এর আগে বুধবার (২৯ মার্চ) রাতে উপজেলা শহরের করতোয়া ব্রিজের পশ্চিমে ফ্রেন্ডস হিমাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অশোক কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের করতোয়া ব্রিজের পশ্চিমে ফ্রেন্ডস হিমাগার এলাকায় অভিযান চালিয়ে খালেককে গ্রেফতার করা হয়। খালেক নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নে ২০১৬ সালের ১৪ জুন রাতে নাশকতা ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক পুলিশকে জানিয়েছেন, দেবীগঞ্জের মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বরসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তিনি। এছাড়া তিনি নিজেকে জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার বর্তমানে কারাগারে বন্দি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর একান্ত সহচর বলেও সংবাদ সম্মেলনে জানান।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরবি/আরএ