বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবারের মতো এবারেও হাড়িডাঙ্গা মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে মাঠের চারিদিকে মেলা বসে। বিকেল ৪টার দিকে মেলার একপ্রান্তে থাকা গ্যাস বেলুন সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতা মুন্না শেখ নিহত হন। এসময় তার পাশে থাকা শিশুসহ চারজন আহত হয়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শমিম আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ