ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সৈয়দপুরে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ১০৮ পুরিয়া হেরোইনসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলা শহরের নতুন বাবুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শহরের নীচু কলোনী এলাকার ইউসুফের ছেলে জনি (২৮), রংপুর মহানগরের মহেশপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে খোকন (২৮) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে হেফজুর রহমান (৩৮)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন ওই তিনজন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের নতুন বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৮ পুরিয়া হেরোইনসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।