ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে লেগুনার ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
লক্ষ্মীপুরে লেগুনার ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে লেগুনার ধাক্কায় হামিদুন মোর্শেদ তায়েফ (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলার আবিরনগর নুড়িগাছতলা এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

তায়েফ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে।

সে টুমচর ইসলামিয়া সিনিয়র মাদ্রসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। তায়েফ কোরআনে হাফেজ ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনরা জানান, দুপুরে মাদ্রাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে লক্ষ্মীপুরের বাসায় ফিরছিলো তায়েফ। পথে নুড়িগাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি লেগুনা তার অটোরিকশাকে ধাক্কা দিলে তায়েফ গুরুতর আহত হয়।  

তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তায়েফকে মৃত বলে ঘোষণা করেন।
 
স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, রাত ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তায়েফকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।