ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

যোগাযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
যোগাযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহের চেষ্টা করলে ওইসব পরীক্ষার্থীদেরও আইনের আওতায় আনা হবে। এজন্য পুলিশের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন গোয়েন্দা ও অপরাধতথ্য (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শুক্রবার (৩১ মার্চ) রাতে রাজধানীর মগবাজার নয়াটোলা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য শহিদুল ইসলাম (১৮) ও গোলাম সরোয়ার সাজিদকে (১৮) গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে মোবাইল হ্যান্ডসেট ও সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিষয়ে সংবাদ সম্মেলনে শেখ নাজমুল আলম বলেন, মোবাইল অ্যাপস টেলিগ্রামের মাধ্যমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনা করছিলো এ চক্রটি। প্রশ্নপত্র ফাঁস না করতে পারলে নিজেদের তৈরি প্রশ্নপত্র ছড়িয়ে দিয়ে প্রতারণার উদ্দেশ্যও ছিলো তাদের।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা তাদের ব্যবহৃত মোবাইল ও আইটি ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুক ফেক আইডি, ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ ও হোয়াটস আ্যাপের মাধ্যমে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষকদের কাছে ভুয়া প্রশ্নপত্র দিয়ে অর্থ সংগ্রহ করে আসছিলেন।

চক্রের সদস্য শহিদুল ‘এসএসসি-এইচএসসি/২০১৭’ ও ম্যাসেঞ্জারে ‘এইচএসসি-২০১৭’ এর অ্যাডমিন। গোলাম সরোয়ার সাজিদ ম্যাসেঞ্জারে ‘হ্যালো ব্রাদার্স’ গ্রুপের অ্যাডমিন হিসেবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ‘শতভাগ প্রশ্ন কমন দেবেন’ বলে স্ট্যাটাস দিতেন।

এছাড়াও তারা একেক পরীক্ষার জন্য একেক ম্যাসেঞ্জার গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্র শেয়ার করতেন।

এ চক্রের আরও সহযোগী রয়েছে, তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান শেখ নাজমুল আলম।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসজেএ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।