ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
চুনারুঘাটে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হেলাল ওই গ্রামের ফিরুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বনগাঁও গ্রামে ধানী জমিতে কাজ করতে যান হেলাল। এসময় অসাবধানতাবসত সেলু মেশিনের ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা হেলালকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।