শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হেলাল ওই গ্রামের ফিরুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বনগাঁও গ্রামে ধানী জমিতে কাজ করতে যান হেলাল। এসময় অসাবধানতাবসত সেলু মেশিনের ব্যবহৃত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় স্থানীয়রা হেলালকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/