মুহূর্তে আকাশ ঢেকে আসছে কালো মেঘে। অন্ধকারে ছেয়ে যাচ্ছে চারদিক।
সঙ্গে আকাশ ঢেলে দিচ্ছে এক পশলা বৃষ্টির পানি। কখনও মুষলধারে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খেলা। গেলো কয়েকদিনে হয়ে যাওয়া বৃষ্টির সামান্য পানি জমেছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পশ্চিম পাশে একটি খেলার মাঠে।
এই মাঠে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা অবসর সময়ে খেলেন। কিন্তু বৃষ্টির পানি জমে যাওয়ায় সেসব আপতত বন্ধ রয়েছে।
তবে মাঠের সেই জমানো পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। ফুটবল খেলতে মাঠে নেমে পড়ে ওরা। বল পানিতে ভাসিয়ে দিয়ে তার পেছনে ছুটতে থাকে শিশু-কিশোরের দল। বল কখনও পায়ে আবার কখনও হাতে নিয়ে দৌঁড়ায় ওরা।
বলের দখল পেতে ওদের কাউকে কাউকে হাওয়াই ভাসতে দেখা যায়। কেউ পানির ভেতর গড়াগড়ি খায়। লাফালাফিতে পানি ছিটকে ওঠে। কিন্তু বলের দখল পেতে কোনোভাবেই শিশু-কিশোরদের দুরন্তপনা থামছিল না।
তমাল, হিমেল, শাকিল, হানজালা, শামীমসহ একাধিক শিশু-কিশোর বাংলানিউজকে জানায়, চারপাশে খেলার জায়গা নেই। বসতবাড়ির দখলে চলে গেছে পুরো জায়গা। তবে খেলা ছাড়া তাদের ভালো লাগে না। মাঠে পানি জমার আগে এখানে রোজ বিকেলে ক্রিকেট খেলতো ওরা। সেখানে এখন চলছে ফুটবল খেলা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমবিএইচ/এসএনএস