রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (০১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার সাঈদ শিকদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোয়ালন্দ পৌর এলাকার রইচ ফকিরের ছেলে নির্মাণ শ্রমিক রেজাউল করিম রিয়াজ (১৭) ও হোসেন মণ্ডল পাড়ার মাইনুদ্দিন মোল্লার ছেলে হারুন মোল্লা (৩৫)।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, দুপুরে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকে থাকা বাঁশ ও কাঠ খুলতে ভেতরে নামে রিয়াজ ও হারুন।
দীর্ঘ সময় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা উঁকি দিয়ে ভেতরে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।