ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ভূমি সেবা সপ্তাহে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
নোয়াখালীতে ভূমি সেবা সপ্তাহে আলোচনা সভা নোয়াখালীতে ভূমি সেবা সপ্তাহে আলোচনা সভা

নোয়াখালী: নোয়াখালীতে সাত দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় জন সাধারণের মধ্যে সচেতনতায় বৃদ্ধিতে ‘জনসেবায় ভূমি প্রশাসন’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।

জেলার ভূমি মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কার্যকরী সেবা প্রদানে দেশব্যাপী ভূমি সপ্তাহের অংশ হিসেবে নোয়াখালী জেলা প্রশাসনের (রাজস্ব) উদ্যোগে এ ভূমি সপ্তাহের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। এছাড়াও বক্তব্য রাখেন- স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক ড. মাহে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্যাহ, সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক মিলন, সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান, এম সালাউদ্দিন, নোয়াখালী জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।