ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আইপিইউ সম্মেলন হবে কার্বন নিঃসরণমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
আইপিইউ সম্মেলন হবে কার্বন নিঃসরণমুক্ত আইপিইউ সম্মেলনে অতিথিরা, ছবি: দীপু মালাকার

ঢাকা: শনিবার থেকে শুরু হয়েছে পাঁচদিনের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন। বৃহৎ পরিসরের আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করতে ঢাকায় এখন এলাহী কারবার। সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শত শত জনপ্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিদেশি সাংবাদিকদের পদচারণায় এখন সরগরম রাজধানী ঢাকা।

সাধারণত এ ধরনের একটি সম্মেলনে প্রচুর কার্বন নিঃসরণের শঙ্কা থাকলেও এবারের সম্মেলনকে কার্বন নিঃসরণমুক্ত করার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

সাংবাদিকদের এমনটিই জানালেন আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী।

সাবের চৌধুরী বলেন, তারা হিসেব করে দেখবেন সম্মেলন উপলক্ষে মোট কী পরিমাণ কার্বন ‍নিঃসরণ হতে পারে। সে অনুযায়ী নিঃসরণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।

অবশ্য কীভাবে এই কার্বন নিঃসরণ প্রতিরোধ করা হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, শনিবার (০১ এপ্রিল) সম্মেলনের প্রথমদিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ফোরাম অব ওম্যান পার্লামেন্টারিয়ানস’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন, আইপিইউ নির্বাহী কমিটির চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘রিড্রেসিং ইনইকুয়েলিটিজ: ডেলিভারিং অন ডিগনিটি অ্যান্ড ওয়েল বিয়িং ফর অল’ (বৈষম্যের প্রতিকার: সবার জন্য মর্যাদা ও কল্যাণ নিশ্চিত)।

সংসদে নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করবে আইপিইউ

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।