ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দিল্লিতে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে বিশেষ সম্মান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
দিল্লিতে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে বিশেষ সম্মান

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের প্রস্তুতি হিসেবে নয়াদিল্লিতে তোড়জোড় শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল চারদিনের রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী নয়াদিল্লি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, এবারকার প্রধানমন্ত্রীর ভারত সফরে তাকে বিশেষ সম্মান জানানো হবে।

এর আগে ২০১০ সালের দিল্লি সফরে শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধী  শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়।

দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম ভারতে রাষ্ট্রীয় সফর।

২০১০ সালে  নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় সফর করেন শেখ হাসিনা। ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসেন নরেন্দ্র মোদী। ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এবার প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ভবনে তার অবস্থানকে কেন্দ্র করে রাইসিনা হিলে চলছে জোর প্রস্তুতি। শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা কে কোথায় থাকবেন এবং রাষ্ট্রপতি ভবনে তাদের আপ্যায়নে কী করা হবে তা নিয়ে এখন থেকেই ব্যস্ততা শুরু হয়ে গেছে।

হাইকমিশন সূত্রে জানা গেছে, আগামী রোববারের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসূচি ও সফর সঙ্গীদের লিস্ট তাদের হাতে এসে যেতে পারে। জানা গেছে, এই সফরে ৫০টির মত  চুক্তি, সমঝোতা স্মারক ও বিভিন্ন দলিল সই হতে পারে।

গত ১৪ মার্চ  বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের ঘোষণা দেওয়া হয়।

আসন্ন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ক প্রসারিত হওয়ার পাশাপাশি দুই নেতার মধ্যে আস্থা ও দৃঢ়তার বন্ধন গড়ে উঠবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

জানা গেছে, ভারত সফরে গিয়ে প্রথমে সেদেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এরপর ৮ এপ্রিল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন।

সফরকালে দু’দেশের ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আজমীর শরিফে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করতে পারেন বলেও হাইকমিশন সূত্র থেকে জানানো হয়েছে।

১০ এপ্রিল শেখ হাসিনা তার ভারত সফর শেষে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১,২০১৭
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।