ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় হাতির আক্রমণে মোহাম্মদ হাসন আলী (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সীমান্তবর্তী আশারতলী আট নম্বর ইউনিয়নের পাহাড়ি খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসন ওই এলাকার বাসিন্দা আক্কেল আলীর ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বাংলানিউজকে জানান, শুক্রবার (৩১ মার্চ) বিকেলে পাশের পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন হাসন। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে আশারতলী আট নম্বর ইউনিয়নের পাহাড়ি খাদ থেকে মরদেহ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও জানান, ওই কাঠুরিয়ার শরীরে হাতির আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।