ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে জঙ্গি প্রতিরোধে কাজ করছে পুলিশের ১৫ টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
কুড়িগ্রামে জঙ্গি প্রতিরোধে কাজ করছে পুলিশের ১৫ টিম বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও তথ্য সংগ্রহ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রাম: জঙ্গি বিরোধী সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও তথ্য সংগ্রহ করতে শুরু করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

শনিবার (০১ এপ্রিল) সকাল থেকে কুড়িগ্রাম জেলা শহরসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

কুড়িগ্রাম জেলার নয় উপজেলায় একজন করে ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের ১৫টি টিম প্রচারণা ও তথ্য সংগ্রহের কাজ করছে।

এর আগে শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাতে জেলা শহরের হাটিরপাড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মেহেদুল করিম।  

পরে হাটিরপাড়, হাসপাতাল পাড়া ও ঘোষপাড়ার বেশ কয়েকটি বাড়ির ভাড়াটিয়া ও মালিকদের পূরণ করার জন্য নির্দিষ্ট ফরম বিতরণ করা হয়।  

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বাংলানিউজকে জানান, জঙ্গিবাদ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে জঙ্গিরা।  

তাই জঙ্গি প্রতিরোধে পুলিশের এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করতে সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।