ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় সাহিত্য পরিষদের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বরগুনায় সাহিত্য পরিষদের উদ্বোধন

বরগুনা: ‘সুষ্ঠু সাহিত্য চর্চা, পরিচ্ছন্ন সমাজ গঠনের হাতিয়ার’ এ শ্লোগান নিয়ে বরগুনায় সাহিত্য পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বরগুনা সাহিত্য পরিষদ (বসাপ)’র উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরগুনা সাহিত্য পরিষদের উপদেষ্টা সনাক সভাপতি আবদুর রব ফকির, চিত্ত রঞ্জন শীল, মনির হোসেন কামাল, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভীন, অধ্যক্ষ হুমায়ুন কবির প্রম‍ুখ।

বরগুনা আইডিয়াল কলেজের প্রভাষক তাপস চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরগুনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি কায়কাউস স্বপন, যুগ্ম সম্পাদক তারিক বিন আনছারী সুমন, দপ্তর সম্পাদক বীরেন্দ্র কিশোর সরকার প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।