শনিবার (০১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বরগুনা সাহিত্য পরিষদ (বসাপ)’র উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরগুনা সাহিত্য পরিষদের উপদেষ্টা সনাক সভাপতি আবদুর রব ফকির, চিত্ত রঞ্জন শীল, মনির হোসেন কামাল, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতিমা পারভীন, অধ্যক্ষ হুমায়ুন কবির প্রমুখ।
বরগুনা আইডিয়াল কলেজের প্রভাষক তাপস চন্দ্র সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরগুনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি কায়কাউস স্বপন, যুগ্ম সম্পাদক তারিক বিন আনছারী সুমন, দপ্তর সম্পাদক বীরেন্দ্র কিশোর সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি