ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে স্মার্টকার্ড বিতরণ রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
রাজশাহীতে স্মার্টকার্ড বিতরণ রোববার রাজশাহী জেলা নির্বাচন কার্যালয়, ছবি: বাংলানিউজ

রাজশাহী: দীর্ঘ অপেক্ষার পর স্মার্টকার্ড পেতে যাচ্ছেন রাজশাহীবাসী। রোববার (০২ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

তবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মোট ভোটারের মধ্যে বিভিন্ন কারণে প্রায় ১৫ হাজার ভোটারের স্মার্টকার্ড ‘নট ফাউন্ড’ অবস্থায় রয়েছে। তাই প্রথম দফায় তারা স্মার্টকার্ড হাতে পচ্ছেন না।

তবে নির্বাচন কার্যালয়ে গিয়ে ১ নম্বর ফরম পূরণ করে জমা দেওয়ার পর তারাও পর্যায়ক্রমে এই স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, সবার জন্যই স্মার্টকার্ড বরাদ্দ রয়েছে। তবে নামের বানান ভুল, ছবির অমিল ও বিভিন্ন তথ্য ভুল থাকায় প্রথম ধাপে ১৫ হাজার নাগরিক স্মার্টকার্ড পাচ্ছেন না।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ২শ’ ৪৫জন। মোট ভোটার সংখ্যার সবাই স্মার্টকার্ড পাবেন। তবে যাদের কার্ড ‘নট ফাউন্ড’ রয়েছে তাদের আপাতত কেন্দ্রে গিয়ে ভিড় করার কোনো প্রয়োজন নেই।

এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ‘www.ec.org.bd’ এই ওয়েব সাইটে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র হয়েছে কীনা তা আগেই জেনে নেওয়া যেতে পারে। যদি সেখানে নট ফাউন্ড দেখায় তাহলে সরকারি ছুটি ছাড়া যে কোনো দিন সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে ১ নম্বর ফরম পূরণ করে জমা দিতে হবে।

এর প্রক্রিয়া শেষে ফরম পূরণকারীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এভাবে প্রতিটি সচেতন নাগরিক সহযোগিতা করলে অল্প সময়েই কাজটি শেষ করা যাবে। আর স্মার্টকার্ড বিতরণ কেন্দ্রে গিয়ে সারাদিন কষ্ট করে দাঁড়িয়ে থেকে শেষ বেলায় ‘নট ফাউন্ড’ দেখে খালি হাতে কাউকে ফিরতে হবে না বলেও মন্তব্য করেন এই নির্বাচন কর্মকর্তা।

সৈয়দ আমিরুল ইসলাম বলেন, স্মার্টকার্ড সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যে কোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করেও জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে এই সংক্রান্ত সব ধরনের সেবা সহজেই গ্রহণ করতে পারবেন সাধারণ নাগরিকরা।

বিষয়গুলো জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলরদের নিয়ে এরই মধ্যে সভা করা হয়েছে। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরকেই এই সম্পর্কে অবহিত করা হয়েছে। এছাড়া ‘নট ফউন্ড’ স্মার্টকার্ড পাওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের জানাতে ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন করতেও বলা হয়েছে বলে জানান এই জেলা নির্বাচন কর্মকর্তা।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বাংলানিউজকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে রোববার (০২ এপ্রিল) থেকে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই ভোটাররা স্মার্টকার্ড পাবেন।

প্রথম দিন রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ ১১ বিশিষ্ট জনকে স্মার্টকার্ড দেওয়া হবে। পরদিন সোমবার (৩ এপ্রিল) থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে।

তিনি বলেন- নতুন পাসপোর্ট ও নবায়ন করা, চাকরির আবেদন, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ ২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে এই স্মার্টকার্ড প্রয়োজন হবে।

আর আধুনিক এই স্মার্টকার্ডে ব্যক্তির নাম, মা-বাবার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। সেই সঙ্গে কার্ডের পেছনে রয়েছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। সব মিলিয়ে স্মার্টকার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩১ ধরনের তথ্য থাকছে, যা মেশিনের মাধ্যমেই পড়া যাবে।

রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর এবার রাজশাহীর নাগরিকরাও লেমিনেটেড এনআইডি কার্ড জমা দেবেন। আর এই প্রক্রিয়ার মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা কাঙ্খিত ‘স্মার্টকার্ড’ হাতে পাবেন বলে জানান আঞ্চলিক এই নির্বাচন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।