সকাল ১০টায় অনুষ্ঠেয় এ উদ্বোধন কর্মসূচিতে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও উপস্থিত থাকবেন।
ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ্ বাংলানিউজকে জানান, রাজশাহীর পর মে মাসের ১০-১৫ তারিখের মধ্যে বরিশাল মহানগরীতে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।
সচিব বলেন, বর্তমানে চোখের আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ নেওয়ার মেশিন বেশি পরিমাণে কেনার প্রক্রিয়া চলছে। ক্রয় শেষ হলেই সারাদেশের জেলা পর্যায়ে বিতরণে যাবে ইসি। তবে স্মার্টকার্ড ছাপাতেই ২০১৭ সাল লেগে যাবে। আগে বিভাগীয় শহরে শেষ হোক, জেলা পর্যায়ে পরে বিতরণের কথা ভাবা হচ্ছে।
এক্ষেত্রে একটি ভাল উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি হচ্ছে স্মার্টকার্ড বিতরণের প্রতিটি কেন্দ্রে সিনিয়র সিটিজেন বা জ্যেষ্ঠ নাগরিক অথবা শারীরিকভাবে অক্ষমদের জন্য আলাদা কিউ স্থাপন করা হবে। তাদের আর অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকে সেবা নিতে হবে না।
২০১৬ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ৩ অক্টোবর থেকে রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। এরপর ১৩ মে চট্টগ্রাম নগরীতেও এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
মোবাইল ফোনের মাধ্যমেও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পর্কিত তথ্য জানা যাবে। SC স্পেস> NID> স্পেস >এনআইডির ১৭ নম্বরের ডিজিট টাইপ করে send করতে হবে ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে বিতরণের স্থান ও সময় জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ইইউডি/জেডএম