ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ব্রিজ মেরামতে রেলওয়ের ১৩০ শ্রমিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
মাধবপুরে ব্রিজ মেরামতে রেলওয়ের ১৩০ শ্রমিক ব্রিজ মেরামতে কাজ করছেন ১৩০ শ্রমিক

হবিগঞ্জ: সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সচল করতে পিলার ধসে যাওয়া ব্রিজ মেরামতে কাজ করছেন ১৩০ জন রেলওয়ে শ্রমিক। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর থেকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে লোহার পাত দিয়ে ব্রিজটি মেরামতের চেষ্টা করে যাচ্ছেন তারা।

ব্রিজ মেরামতের কাজ প্রায় অর্ধেকের বেশি এগিয়ে এসেছে বলে ধারণা রেল কর্তৃপক্ষের।

এদিকে, তিন দিন ধরে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ট্রেনে যাতায়াত করতে না পেরে বাসের জন্য যাত্রীরা ভিড় জমাচ্ছেন বিভিন্ন বাস টার্মিনালে।

রেলওয়ে শ্রমিকরা জানায়, নদী দিয়ে পাহাড়ী ঢল প্রবাহিত হওয়ায় ব্রিজের পিলারগুলোর গোড়া থেকে মাটি সরে গেছে। যে কারণে ব্রিজের দুইটি পিলার ধসে যায়। এছাড়াও ওই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজটি মেরামতে জটিলতার সৃষ্টি হচ্ছে। লোহার পাত দিয়ে অস্থায়ীভাবে ব্রিজটি নির্মাণ করে দ্রুত ট্রেন চলাচল সচল করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, বুধবার (২৯ মার্চ) রাতে প্রচণ্ড বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের কারণে মাধবপুর উপজেলার ইটাখলার অদূরে ব্রিজটির নিচের মাটি সরে গিয়ে একটি পিলার ধসে যায়। পরে কাজ চলাকালীন সময়ে ব্রিজের আরেকটি পিলার ধসে যায়। এ কারণে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে শুরু হয়ে তিনদিন সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।