ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন হবে চার তলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন হবে চার তলা মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

ফেনী: এখন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন চার তলা বিশিষ্ট হবে। এর ফলে শ্রেণি কক্ষের আর সংকট হবে না। শিক্ষার্থীরা স্বাছন্দে শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি মন্ত্রিসভায় এ সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শনিবার (১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, একটি জাতির যদি মেয়েদের শিক্ষিত করা যায়, পুরো জাতিই শিক্ষিত হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে। শিক্ষিত জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বর্তমান সরকার নারী শিক্ষাকে এগিয়ে নিতে চায়। সরকার নারী শিক্ষার অগ্রগতির জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে।

দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাইতে হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ৩৫ হাজার একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। যেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে।

তিনি বলেন,  ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে, আর তার জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। সরকার ও জনগণ যদি সমানতালে দেশের উন্নয়নে কাজ করে তালে বেশীদিন সময় লাগবে না, বাংলাদেশ পৌঁছে যাবে অনন্য উচ্চতায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিনের সঞ্চালনায় ও পরিচালনা পরিষদের সভাপতি আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিয়া আহমেদ সুমন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার চক্রবর্তী, নুরুল মোস্তাফা চেয়ারম্যান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিক, মাজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোজাহের চৌধুরী সোহেল, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হাফেজ দেলোয়ার হোসেন, কবির আহমদ, মনোয়ারা বেগম, ঠিকাদার মো. আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।