ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্বে ৮১ শতাংশ নারী এমপি হয়রানির শিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বিশ্বে ৮১ শতাংশ নারী এমপি হয়রানির শিকার আইপিইউ সম্মেলনে বক্তারা, ছবি: দীপু মালাকার

বিআইসিসি থেকে: বিশ্বের ৮১ দশমিক ৮ শতাংশ নারী সংসদ সদস্য কোনা না কোনো ভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হন বলে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারা কোনো কারণে মৃত্যু, অপহরণের হুমকি পেয়ে থাকেন।

এর মধ্যে ৪৪ দশমিক ৪ শতাংশ নারী সংসদ সদস্য আছেন যারা কখনও কখনও যৌন হয়রানির শিকার হন।
 
শনিবার (০১ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে নারী সংসদ সদস্যদের ওপর একটি গবেষনা প্রতিবেদন প্রকাশ প্রকাশ করে আইপিইউ।

ফোরাম অব ওম্যান পার্লামেন্টারিয়ানের এই সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি। সেমিনার শেষে আইপিইউ মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং-এ প্রোগ্রাম ডিরেক্টর কারীন জাবরী এসব তথ্য জানান।
 
গবেষণায় দেখা যায় ২১.৮ শতাংশ নারী এমপি যৌন হয়রানির এবং ২৫. ৫ শতাংশ শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন।
 
গবেষণায় আরো উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮১ দশমিক ৮ শতাংশ নারী এমপি যৌন নির্যাতনমূলক বিভিন্ন মন্তব্য শুনে থাকেন। আবার  ৪৪ দশমিক ৪ শতাংশ নারী এমপিকে হত্যা, ধর্ষণ বা অপহরণের মতো গুরুতর হুমকি দেওয়া হয়েছে। এছাড়া অশ্লীল মন্তব্য ও আচরণ দ্বারা হনারীর শিকার হন ৬৫ দশমিক ৫ শতাংশ নারী এমপি।  
 
বিশ্বের ৩৯টি দেশের ৫৫জন নারী এমপির সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে হয়রানি ও নির্যাতনের শিকার নারী এমপিদের ট্রেন্ড তুলে ধরা হয়েছে।
 
গবেষণায় উল্লেখ করা হয়, এটি হচ্ছে রাজনীতি এবং সংসদে অংশগ্রহণকারী নারীদের একটি চিত্র। এ প্রতিবেদন সারা বিশ্বের সংসদগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। আমরা নারীর অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকি বলে বিষয়টি নিয়ে ঢাকায় আলোচনা করা হলো।
 
সংবাদ সম্মেলনে আইপিইউএর মিডিয়া রিলেশনস কর্মকর্তা  জিন মিলেগান বলেন, বিশ্বের প্রায় সবগুলো দেশে নারী এমপিদের প্রতিনিধিত্ব বেশ হতাশাজনক। বাংলাদেশে এর  অবস্থাও খুব হাতাশাজনক। ৩৫০ জন এমপির মধ্যে মাত্র ২০ শতাংশ নারী এমপি এখানে প্রতিনিধিত্ব করছেন। তাদের মধ্যে নারী মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংখ্যাও বেশ কম। বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১।
 
তিনি বলেন, বিশ্বে পার্লামেন্টে নারীদের প্রতিনিধিত্বে এগিয়ে আছে উগান্ডা, বলিভিয়া ও বেলজিয়ামের মত ৩-৪টি দেশ। তাদের দেশে নারী প্রতিনিধিত্ব ৫০ শতাংশের বেশি। আর কোনো নারী এমপি নেই এমন হতাশাজনক অবস্থানে রয়েছে  কাতার ইয়েমেনসহ ৫টি দেশ। প্রেস ব্রিফিংয়ে বিশ্বের সংসদগুলোতে নারী এমপিদের অংশগ্রহণের একটি চিত্র তুলে ধরা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।