ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ-ছবি: বাংলানিউজ

ধামরাই: ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) আবুল কাশেম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে বাস-ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাস-ট্রাক চালককে আটক করা যায়নি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।