নড়াইল: নড়াইলে ছাত্র প্রতিনিধি নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (০১ এপ্রিল) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলার মাকড়াইল কে কে এস পি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত তিন শিক্ষার্থী হলো- ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদী (১৬), রমজান (১৫) রিয়াজুল (১৬)।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ মার্চ) বিদ্যালয়ের শ্রেণি প্রতিনিধি নির্বাচনের সময় প্রতিনিধি প্রার্থী পাভেলের পক্ষে জাল ভোট দিতে গেলে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বাধা দেয়।
এ ঘটনার জের ধরে সকালে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারসহ অন্য ছাত্ররা স্কুলে আসলে পাভেল বহিরাগত সন্ত্রাসী দিয়ে তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রিয়াজুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।