পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, শুক্রবার (৩১ মার্চ) গভীর রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।
এরপর বিকেলে সিদ্দিকের অবস্থার অবনতি হলে তাকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তনয় কুমার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি