ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ-ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে কৃমিনাশক ওষুধ খাওয়ার পর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী একে একে অসুস্থ হয়ে পড়ে।

তবে চিকিৎসকদের দাবি, খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

শিক্ষক ও স্বজনরা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সকালে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর প্রথমে হরিনারায়নপুর বালিকা বিদ্যালয়ের কিছু শিশু শিক্ষার্থীর মাথা ঘুরতে শুরু করে এবং তারা বমি করতে করতে দুর্বল হয়ে পড়ে। তারপর হরিনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সঠিক কারণ অনুসন্ধানে কুষ্টিয়া সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল টিম হাসপাতাল পরিদর্শন করেছে। এদিকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার পাল বাংলানিউজকে জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন ডা. নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের পেটে সমস্যার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। আগে থেকে সতর্ক থাকলে এ সমস্যা হতো না।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।